শনিবার, ১ মার্চ ২০২৫
 

জবি আন্তঃবিভাগ নারী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রসায়ন বিভাগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৫

---
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ১ম আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫  এর ফাইনালে আইন বিভাগকে পরাজিত করে প্রথমবারেই  চ্যাম্পিয়ন হয়েছে রসায়ন বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে  টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রসায়ন বিভাগ।

৬ ওভারের খেলায় ১ উইকেট হারিয়ে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬৮রান। জবাবে ৬৮ রানের টার্গেটে নেমে ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৮  রান করে আইন বিভাগ।

টুর্নামেন্টের ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন  রসায়ন বিভাগের ২০১৯ -২০২০ শিক্ষাবর্ষের ঝুমুর।  টুর্নামেন্টের টপ রান এবং সেরা উইকেট টেকার প্রাইজ পেয়েছেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুবায়েত রুবা। রসায়ন বিভাগের জয়ের মূল পটভূমিকায় ছিলেন রুবায়েত রুবা। পুরো টুর্নামেন্টে জুড়েই ব্যাট ও বল হাতে তিনি ছিলেন অনবদ্য।

রসায়নে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড একেএম লুৎফর রহমান বলেন আমাদের রসায়ন বিভাগের জন্য এটা গর্বের বিষয়।আমাদের রসায়ন পরিবারের সবাই আজ আমরা আনন্দিত।প্রথমবার আয়োজিত টুর্নামেন্টেই রসায়ন বিভাগ চ্যাম্পিয়ন।পরবর্তীতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা রাখছি।

টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন ও বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

যুগের কণ্ঠস্বর/এইচএসএস 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon