রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদু (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রণীত রোডম্যাপ অনুযায়ী আগামী জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোডম্যাপ অনুযায়ী প্রথমেই রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের পরামর্শ ও মতামত গ্রহণ করা হবে। পরামর্শ ও মতামত প্রদানের শেষ তারিখ ২৮ মার্চ, ২০২৫। তবে রাকসু বিধিমালার খসড়া এখনও প্রকাশ করা হয়নি। অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।
এরপর চূড়ান্ত রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি প্রকাশের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ যথাক্রমে ১৩ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৩ মে।
এছাড়া মনোয়নপত্র বিতরণ (১৫ মে), মনোনয়নপত্র দাখিল (১৯ মে), মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই (২০ মে) এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ (২২ মে) । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ (২৭ মে)। ভোটগ্রহণের সম্ভাব্য সময় জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহ।
এর আগে, ১৭ ফেব্রুয়ারি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ’রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় ফেব্রুয়ারি মাসেই রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশের ঘোষণা দিয়েছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব ।
যুগের কণ্ঠস্বর/এইচএসএস
মন্তব্য