শনিবার, ১ মার্চ ২০২৫
 

দেশজুড়ে অপরাধের বিরুদ্ধে সোহরাওয়ার্দী কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৫

---

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: দেশজুড়ে চলমান খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) পর্যন্ত গিয়ে পুনরায় কলেজে ফিরে আসে এই প্রতিবাদ মিছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির নেতা-কর্মীরা এতে নেতৃত্ব দেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সোহরাওয়ার্দী কলেজ কমিটির আহ্বায়ক লিখন ইসলাম জানায়, “আজকের প্রতিবাদ ও বিক্ষোভ মিছেলে আমরা আমাদের সুস্পষ্ট কিছু দাবি তুলে ধরেছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছি। ২৪ ঘন্টার মধ্যে দেশের সাধারণ মানুষের জননিরাপত্তা ও প্রতিটি ধর্ষণ, গুম, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনার বিচার করতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এর জন্য বিক্ষোভ কর্মসূচি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি দিবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোহরাওয়ার্দী কলেজ কমিটির মুখ্য সংগঠক মুহাম্মদ আল আমিন জানায়, “বিগত বেশ কিছু দিন ধরে সারাদেশ জুড়ে খুন, ধর্ষণ, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়া দেশে ব্যাপক অরাজকতা ও আইনশৃঙ্খলার যে অবনতি ঘটেছে তার প্রতিবাদে ‘প্রতিবাদী ও বিক্ষোভ মিছিল’ আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। আমরা এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকেছি, আছি ও থাকবো ইনশাআল্লাহ। সেই পরিক্রমায় আগামীতেও সকল বিপ্লবীরা সোচ্চার থাকবে। সেই সাথে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি- আপনি দ্রুতই ব্যবস্থা নিন এসব সন্ত্রাসী, ধর্ষক ও চাঁদাবাজদের বিরুদ্ধে। আমরা ছাত্র সমাজ সর্বদা পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোহরাওয়ার্দী কলেজ কমিটির মুখপাত্র শাহজালাল মিয়াজী জিহাদ জানায়, “ধর্ষণ, খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি একটি বার্তা—অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের শপথ। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে দুঃশাসনের কোনো জায়গা নেই। আমরা দেখছি- বিচারহীনতার সংস্কৃতি দানব হয়ে সমাজকে গ্রাস করছে। অপরাধীরা ধর্ষণ করছে, খুন করছে, চাঁদাবাজি করছে—আর আমরা, সাধারণ শিক্ষার্থী, নাগরিক, নির্যাতিত হচ্ছি। প্রশাসন যখন নীরব, তখন আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদেরই রাস্তায় নামতে হয়।

আজকের এই মিছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিধ্বনি। আমরা জানিয়ে দিতে চাই—ধর্ষক, খুনি ও চাঁদাবাজদের জায়গা কারাগারে। আমরা সতর্ক করছি, যদি এই অপরাধীদের বিচারের আওতায় না আনা হয়, তবে আমাদের আন্দোলন আরও কঠোর হবে, আরও ব্যাপক হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ার করে বলে দিতে চাই—পদত্যাগ করুন, না হলে ব্যবস্থা নিন! অন্যথায় ছাত্রসমাজের রুদ্ররোষ নামবে, রাজপথ কাঁপবে, স্বৈরাচারের ভিত্তি টিকবে না!

আমাদের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করা হলে, ইতিহাস সাক্ষী, প্রতিবাদের ভাষা আরও প্রবল হয়ে ওঠে। আমরা রাজপথ ছাড়বো না, অন্যায় সহ্য করবো না, এবং বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাবো- যতক্ষণ না সমাজ থেকে এই অপশক্তি নির্মূল হয়।”

যুগের কন্ঠস্বর/এইচএসএস

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon