শনিবার, ১ মার্চ ২০২৫
 

সাধ্যের মধ্যে শিক্ষা: গ্রামীণ স্কুলের অনলাইন প্ল্যাটফর্ম চালু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৫

---

জাবি প্রতিনিধি: “সাধ্যের মধ্যে আধুনিক শিক্ষা”—এই স্লোগানকে সামনে রেখে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম গ্রামীণ স্কুল তাদের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টিএসসি ভবনের ৪ নম্বর কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামের নিম্নবিত্ত শিক্ষার্থী থেকে শুরু করে শহরের উচ্চবিত্ত শিক্ষার্থী—সবার জন্য সমান মানের শিক্ষা নিশ্চিত করাই গ্রামীণ স্কুলের লক্ষ্য। প্ল্যাটফর্মটি এসএসএল কমার্স কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ের রেকর্ডেড ও লাইভ ক্লাস, ফ্রি দ্বীন শিক্ষা, গাইডলাইনসহ মানসম্মত শিক্ষার ব্যবস্থা করেছে।

গ্রামীণ স্কুলের সিইও মো. আসাদ বেপারী বলেন, “অর্থনৈতিক সীমাবদ্ধতা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত করতে পারে না। তাই আমরা শিক্ষাকে একটি মানবিক সেবা হিসেবে পৌঁছে দিতে চাই।”

প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের বিদেশে স্কলারশিপ, মেডিকেল-ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত করতে যুগোপযোগী ও গঠনমূলক শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকগণ মেন্টর হিসেবে যুক্ত থাকবেন।

প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা গ্রামীণ স্কুলের অনলাইন ক্লাসকে আরও আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ করতে ব্যবহার করা হয়েছে স্মার্ট বোর্ড, 4K ভিডিও লেকচার, অ্যানিমেশন এবং উন্নত মানের অডিও রেকর্ডিং। শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের সুবিধাজনক সময়ে ক্লাসের রেকর্ডেড লেকচার দেখতে পারবে।

এছাড়াও শিক্ষার্থীদের নিয়মিত তত্ত্বাবধানের জন্য ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপ, লাইভ ক্লাস, মডেল টেস্ট, অধ্যায়ভিত্তিক নোট ও সাজেশন যুক্ত করা হয়েছে। অভিভাবকদের জন্য রয়েছে বিশেষ প্রতিনিধি প্যানেল, যেখানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট দেয়া হবে।

শিক্ষার্থীদের দক্ষতা ও মেধার মূল্যায়ন করতে বছর শেষে রিপোর্ট কার্ড প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে। শিগগিরই চাকরি প্রার্থীদের জন্য “JOB PREPARATION” কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে, যা স্বনামধন্য শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও মানবিকতার ছোঁয়ায় গ্রামীণ স্কুল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে বদ্ধপরিকর।

যুগের কন্ঠস্বর/এইচএসএস  

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon