নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর নবাবগঞ্জে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নবাবগঞ্জে কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও দিনাজপুর ৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী জননেতা আনোয়ারুল ইসলামের নেতৃত্বে এ মিছিল শুরু হয়।
মিছিল শেষে আনোয়ারুল ইসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে যেন থাকে সে বিষয়ে সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় রাখতে হবে। অবৈধ সিন্ডিকেট ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। ইফতার,সেহরি ও তারাবির নামাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। হোটেল রেস্তোরাঁর মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দিনের বেলা আপনাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার ক্ষয়ক্ষতি অন্য দিক দিয়ে পুষিয়ে দিবেন।
এ সময় উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল ইসলাম,জেলা পেশাজীবি সেক্রেটারি আলমগীর হোসেন,টিম সদস্য আ.মান্নান,সহকারী সেক্রেটারি জাকির হোসেন,কর্ম পরিষদ সদস্য আ.রহিম,ভাদুরিয়া ইউনিয়ন আমির আনতাজ আলী,যুব বিভাগের সভাপতি সেলিম রেজা,শিবির থানা সভাপতি নাজিম উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন। মিছিলটি নবাবগঞ্জ মডেল মসজিদ থেকে শুরু করে ডাকবাংলো মোড় হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাত্তর চত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
যুগের কন্ঠস্বর/এইচএসএস
মন্তব্য