জাবি প্রতিনিধি: “সাধ্যের মধ্যে আধুনিক শিক্ষা”—এই স্লোগানকে সামনে রেখে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম গ্রামীণ স্কুল তাদের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গ্রামীণ স্কুলের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রামের নিম্নবিত্ত শিক্ষার্থী থেকে শুরু করে শহরের উচ্চবিত্ত শিক্ষার্থী—সবার জন্য সমান মানের শিক্ষা নিশ্চিত করাই গ্রামীণ স্কুলের লক্ষ্য। প্ল্যাটফর্মটি এসএসএল কমার্স কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ের রেকর্ডেড ও লাইভ ক্লাস, ফ্রি দ্বীন শিক্ষা, গাইডলাইনসহ মানসম্মত শিক্ষার ব্যবস্থা করেছে।
প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা গ্রামীণ স্কুলের অনলাইন ক্লাসকে আরও আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ করতে ব্যবহার করা হয়েছে স্মার্ট বোর্ড, 4K ভিডিও লেকচার, অ্যানিমেশন এবং উন্নত মানের অডিও রেকর্ডিং। শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের সুবিধাজনক সময়ে ক্লাসের রেকর্ডেড লেকচার দেখতে পারবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো: মুনসুর আলী বলেন, গ্রামাঞ্চলে দক্ষ শিক্ষকের অভাব থাকে, শহরাঞ্চলেও শিক্ষার্থীরা পড়াশুনা বিমুখ হয়ে যাচ্ছে। এমতাবস্থায় গ্রামীণ স্কুল তাদের দোরগোড়ায় মানসম্মত শিক্ষা পৌঁছে দিচ্ছে। আমরা দেখছি, গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও ভালো করছে। মানসম্মত শিক্ষা যদি তাদের কাছে সহজলভ্য হয় তাহলে তারা আরও অনেক ভালো করবে। গ্রামীণ স্কুলের তরুন মেধাবী শিক্ষার্থীরা স্বল্পমূল্যে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। আশা করছি তাদের সাথে যুক্ত হওয়া শিক্ষার্থীরা অনেক ভালো করবেন।
গ্রামীণ স্কুলের সিইও আসাদ বেপারী বলেন, গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্বল্প খরচে মানসম্মত শিক্ষা পৌছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখেই এই স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এখান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে অভিজ্ঞ শিক্ষক প্যানেলের মাধ্যমে খুবই কম খরচে মানসম্মত শিক্ষা দেওয়া হয়। আমরা মানসম্মত শিক্ষা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ।
গ্রামীণ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক বসির আহমেদ বলেন, গ্রামাঞ্চলে টাকা দিয়েও মানসম্মত শিক্ষক পাওয়া দুস্কর হয়ে যায়। আবার শহরাঞ্চলে হোম টিউটর রাখলেও একজন শিক্ষকের কাছে সব বিষয় পড়তে হয়। আমরা শিক্ষার্থীদের এই সংকট কমাতে অতি অল্প খরচে প্রত্যেকটি বিষয়ে আলাদা দক্ষ শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করেছি। অন্যান্য প্লাটফর্মে ১০-২০ হাজার টাকায় যে সেবা দেওয়া হয়, আমরা মাসিক ১০০ টাকা বেতনে তার চেয়ে ভালো মানের শিক্ষা প্রদানের চেষ্টা করছি। আমাদের অ্যাপে ফ্রি ক্লাস আছে। অভিভাবক ও শিক্ষার্থীরা যাচাই-বাছাই করে সেবা নিতে পারবেন। এছাড়াও আমাদের অ্যাপে ফ্রি কুরান শেখার ব্যবস্থা আছে। আপনারা এসকল সেবা নিতে পারেন।
যুগের কণ্ঠস্বর/এইচএসএস
মন্তব্য