শনিবার, ১ মার্চ ২০২৫
 

জাবি সায়েন্স ক্লাবের নবীন বরন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৫

---
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিতে JUSC PATHFINDER: UNLOCK YOUR POTENTIAL শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব(জেইউএসসি)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জাবি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক। এরপর, শিক্ষার্থীদের চিন্তার গভীরতা যাচাই করতে আয়োজন করা হয় ট্রেজার হান্ট প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে জাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক কবিরুল বাশার বলেন, সায়েন্স ক্লাবের শুরু থেকে ক্লাবের সাথে আছি। শিক্ষার্থীদের একডেমিকের পাশাপাশি কো-কারিকুলার স্কিল বৃদ্ধিতে জাবি সায়েন্স ক্লাব কাজ করে যাচ্ছে। ক্লাবের সাবেক সদস্যদের সফলতা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, জাবি সায়েন্স ক্লাবের সাবেক নেতৃত্বরা দেশে এবং বিদেশে সফলতার সাথে গবেষণা করে যাচ্ছেন।

এ সময় ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ফজলুল করিম পাটুয়ারি বলেন, আমি সায়েন্স ক্লাবকে গত ১৯ বছর ধরে অবজারভ করেছি। জাবি সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, এটি তাদের কার্যক্রম দেখলে বুঝা যায়।

আমি শিক্ষার্থীদের স্কিল বৃদ্ধিতে কাজ করে যেতে চাই।

পরে, বেলা ৪টায় ট্রেজার হান্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক বলেন, সায়েন্স ক্লাব বরাবরই শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক জাতি গঠনে কাজ করে যাচ্ছে। দেশ বিদেশে দ্যুতি ছড়াক বিজ্ঞান ক্লাবের সদস্যরা এ প্রত্যাশা করছি।

প্রধান অতিথির বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান বলেন, বিজ্ঞান প্রকৃতির মৌলিক বিষয়গুলো উদ্ভাবন করাকে বিজ্ঞান বলে। এর সাথে যুক্ত হয়েছে প্রযুক্তি।  স্রষ্টার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার হচ্ছে জীবন এরপর হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তিতে অবদান রাখার জন্য বিজ্ঞানীদের দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমরা এর উপকার ভোগী। বিজ্ঞানে অবদানের পাশাপাশি লিবারেল আর্টসের উপর জ্ঞান রাখতে হবে। যেন প্রযুক্তির অপব্যবহার না করি। জাবি সায়েন্স ক্লাবের শিক্ষামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি।

এর আগে একাডেমিক সিভি এবং ইমেইল রাইটিং বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। JUSC PATHFINDER: UNLOCK YOUR POTENTIAL অনুষ্ঠানের কনভেনরের দায়িত্ব পালন করে লিমা খাতুন এবং সৈয়দ কায়েস মাহমুদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাবি সায়েন্স ক্লাবের বর্তমান সভাপতি মো. সৌরভ, সাবেক সভাপতি তারেক মাহমুদ, আয়োজনের কনভেনর সৈয়দ কায়েস মাহমুদ সহ প্রমুখ।

যুগের কণ্ঠস্বর/এইচএসএস 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon