ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র রমজানের রোজাকে স্বাগত জানিয়ে র্যালী করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারী) বিকালে র্যালীটি হোসেনপুর নতুনবাজার কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালী পূর্ব সমাবেশ এ বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির মো: আমিনুল হক, নায়েবে আমির অধ্যাপক এডিএম মুহিববুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক মো: আজারুল ইসলাম, উপজেলা জামায়াত নেতা মো:রহমত আলী, উপজেলা ছাত্র শিবির সভাপতি মো: আশিকুর রহমান প্রমুখ।
বক্তারা রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহবান জানান।
যুগের কণ্ঠস্বর/এইচএসএস
মন্তব্য