রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে একটি সামাজিক সংগঠন “টিম রাজবাড়ী ফাউন্ডেশন” এর উদ্যোগে ৮০ জন অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের মাঠ প্রাঙ্গনে টিম রাজবাড়ীর ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ২৫ কেজির এক বস্তা চাল, ১ কেজি মশুরির ডাউল,২কেজি সয়াবিন তেল, ১ কেজি বেসন, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ১ কেজি খেজুর ,১কেজি চিনি, ১ কেজি লবণ, ২ কেজি চিড়া, ১ কেজি পেঁয়াজ, ও পাঁচ কেজি আলু।
এ সময় উপস্থিত ছিলেন, টিম রাজবাড়ী ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ডা: মমিনুজ্জামান, টিম রাজবাড়ি ফাউন্ডেশন এর উপদেষ্টা নাসিম শফি, সভাপতি জয়ন্ত কুমার দাস, সহ-সভাপতি মোঃ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আহসান হাবিব, সদস্য শেখ রাজিব প্রমুখ।
এ সময় টিম রাজবাড়ী ফাউন্ডেশন এর বক্তারা বলেন আমাদের এ কার্যক্রম চলমান থাকবে, আমরা সব সময় অসহায় দরিদ্র মানুষের সাথে থেকে কাজ করতে চাই।
যুগের কণ্ঠস্বর/এইচএসএস
মন্তব্য