বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
 

ওয়েবসাইটের সুবিধা দিতে ব্যর্থ সোহরাওয়ার্দী কলেজ প্রশাসন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মার্চ ২০২৫

---

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: তথ্যপ্রযুক্তির এই যুগে অফিসিয়াল ওয়েবসাইট  থাকা সত্যেও প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

রাজধানীর সরকারি সাত কলেজের মধ্যে ছয়টি কলেজের ওয়েবসাইট যথেষ্ট সক্রিয় ও তথ্যসমৃদ্ধ। অন্যদিকে ওয়েবসাইট থাকা সত্যেও তথ্য মিলছেনা দাবি  সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের।

প্রায় দশ হাজার শিক্ষার্থীর তথ্য জানার অন্যতম মাধ্যম কলেজ ওয়েবসাইট হলেও সেখানে আছে কেবল কলেজের নাম ও আপডেট করা হয় কিছু নোটিশ। কলেজ ওয়েবসাইটের মেন্যুতে গিয়ে বর্তমান অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নাম, কলেজের শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা, কলেজের সহ-শিক্ষা কার্যক্রম, কলেজের অবস্থানসহ অন্যান্য তথ্যাদি  সম্পর্কে জানতে গেলে (Not found) পাওয়া যায়নি বা? মেলেনি দেখায়।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের নেই কোনো তথ্য জানার মতো অফিসিয়ালি ফেসবুক পেইজ। কলেজ ওয়েবসাইটের এমন দুর্দশায় শিক্ষার্থীরা ও অভিভাবকরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহে পড়ছে বিপাকে। এছাড়াও এতে নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে কলেজ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের দাবি- কলেজ ওয়েবসাইটের এমন দুর্দশায় কলেজ সম্পর্কিত নানান প্রয়োজনীয় তথ্যাদি অজানায় থেকে যায়। তাই তারা দ্রুত কলেজ ওয়েবসাইট সচল রাখার দাবি জানায়।

এই সম্পর্কে সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় জানান, “কলেজের আগের ওয়েবসাইটটির অবস্থা খুবই খারাপ ছিল। এটাকে সংস্কার করিয়ে ভালো এবং তথ্যসমৃদ্ধ একটি ওয়েবসাইট রমজান মাসের মধ্যেই আসবে। আমি ইতোমধ্যে একটি অ্যাপ প্লে স্টোরে চালু করেছি, সেখান থেকে অ্যাপটি ইন্সটল করেও কলেজ সম্পর্কে সকল তথ্য জানা যাবে।”

উল্লেখ্য, ‘GSSC APPS’ নামে একটি এ্যাপস চালু করেছেন সোহরাওয়ার্দী কলেজ প্রশাসন। এই এ্যাপস ব্যবহারের মাধ্যমে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কলেজ, পরীক্ষাসহ যাবতীয় প্রয়োজনীয় তথ্যাদি সম্পর্কে জানতে পারবে। এতে করে শিক্ষার্থীরা কলেজের ওয়েবসাইটের সেবার মতোই ডিজিটাল এ্যাপস সেবার সেবা গ্রহণ করতে পারবে।

 

যুগের কন্ঠস্বর/এইচএসএস 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon