বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
 

ঢাবিকেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মার্চ ২০২৫

---

রাবি প্রতিনিধি: বিবেকন্দ্রীকরণ বাংলাদেশ গড়ার দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কেন্দ্রীক আধিপত্যের প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ শুরু করেন। দুপুর ১টার দিকে কর্মসূচি শেষ করেন তাঁরা। এতে দেড় ঘন্টা ধরে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ।

শিক্ষার্থীরা বলেন, ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ একদিনের আন্দোলন নয়। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে এককেন্দ্রিকতা পরিহার করতে হবে। বাজেটে ঢাবির সাথে অন্যান্য প্রতিষ্ঠানের যে বৈষম্য সেটি দুর করতে হবে। উত্তরবঙ্গকে মেইন স্ট্রিম উন্নয়নের ধারায় কিভাবে যুক্ত করা হবে, তার পরিকল্পনা বলতে হবে।

তারা বলেন, নির্দিষ্ট সিন্ডিকেটে বাংলাদেশকে আবদ্ধ না করে দেশের প্রতিটি স্টেককে তাদের অধিকার বুঝিয়ে দিতে হবে। ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশে নিয়োগের সমতা নিশ্চিত করতে হবে।

আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ফাহিম রেজা সহ রাবির বিভিন্ন বিভাগের অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।

এর আগে, গত মঙ্গলবার রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

যুগের কণ্ঠস্বর/এইচএসএস

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon