বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
 

কাজিপুরে জেলা বিএনপির সম্মেলন প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মার্চ ২০২৫

---

সিরাজগঞ্জ প্রতিনিধি: ৫ মার্চ বুধবার,সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়,   ৬২ সিরাজগঞ্জ -১  জেলা বিএনপির কাজিপুর সংসদীয় আসনে   সম্মেলন প্রস্তুত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪ টায় কাজিপুর উপজেলা বিএনপির আয়োজনে পৌরসভা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। বিএনপির নেতা-কর্মীদের পদচারণায় অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে কাজিপুরের কোনো নেতাকে মঞ্চে উপস্থিতি বা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তবে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান রানা, রকিবুল করিম খান পাপ্পু, ভিপি শামিম খান, এবং রুমানা মোর্শেদ কনকচাপা বক্তৃতা দেন। বক্তারা আগামী নির্বাচনে দলীয় শৃঙ্খলা মেনে সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান।

এছাড়া, অনুষ্ঠানে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সাবেক সভাপতি সাজেদুর রহমান বাবলু, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon