বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
 

রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মার্চ ২০২৫

---

রূপগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় টিনশেডের ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের ১৫ টি দোকান ও দুইটি বসত ঘর দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ভোররাতে উপজেলার ভুলতা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আলম জানান, ভোররাত সোয়া ৩ টারদিকে ভুলতা এলাকায় নুরম্যানসন মার্কেটের পিছনে পারভেজের মালিকানাধীন টিনশেড ফার্নিচার মার্কেট সংলগ্ন বাচ্চু মিয়ার ভাঙ্গারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। অল্প কিছুক্ষনের মধ্যে আগুন ফার্নিচার মার্কেটের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার ও কাঞ্চন ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় দেঢ় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মার্কেটের ১৫ টি দোকান ও ২ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ষ্টেশন অফিসার আরো জানান। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তিতে জানানো হবে।

এদিকে ব্যবসায়ীদের দাবী আগুনে পুড়ে তাদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।

যুগের কণ্ঠস্বর/এইচএসএস 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon