বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
 

রূপগঞ্জে পুলিশের উপর হামলা ও মারধোরে অভিযোগে ৫ সিএনজি চালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মার্চ ২০২৫

 ---

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর সিএনজি চালকদের হামলা ও মারধোরের ঘটনায় অভিযুক্ত ৫ সিএনজি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার গুতিয়াবো এলাকার সিএনজি চালক আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়াবাড়ী এলাকার ফরদৌস, আরিফ ও বাদল।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার পূর্বাচল তিনশো ফিট সড়কের কুড়িলবিশ্বরোড এলাকায় সড়কে চলাচলরত সিএনজি চালকদের কাছ থেকে বিআরটিসি বাসের ঠিকাদারের নিয়োজিত রাকিব ও জিহাদের নেতৃত্বে প্রতি সিএনজি থেকে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবী করেন। না দেয়ায় বেশকয়েকজন সিএনজি চালকদের মারধোরসহ কয়েকটি সিএনজি ভাংচুর করে। এর প্রতিবাদে সিএনজি চালকেরা তিনশো ফিট সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলো এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গেলে বিক্ষুব্দ সিএনজি চালকেরা পুলিশের এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু মিয়াকে মারধোর করেন।

এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে ২১ জন নামীয় সহ আরো অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে।

মামলার ভিত্তিতে পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুর রউফ, কাউসার, ফেরদৌস, আরিফ ও বাদলকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

যুগের কণ্ঠস্বর/এইচএসএস

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon