বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
 

নির্মাণাধীন বেরিবাধের গাছচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মার্চ ২০২৫

 ---

প্রতিনিধি যুগের কণ্ঠস্বর: পিরোজপুর সদরে নির্মাণাধীন বেরিবাধের গাছচাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টার উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম্মি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

নিহতের বাবা হাবিবুর রহমান জানান, সকালে মা ও ভাইয়ের সাথে বলেশ্বর নদীর পাড়ে মাঠে খেসারি ডাল তুলতে গিয়েছিল মিম্মি। এরপর সেখান থেকে পাশেই একটি ক্ষেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মাণাধীন বেরিবাধের কাজ চলছিল। তখন ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে মিম্মির ওপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

এ দিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোবাহান।

যুগের কণ্ঠস্বর/এইচএসএস 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon