ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মসজিদের ইমাম মো. খায়রুল ইসলাম হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার নেকমরদ চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে জড়ো হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নিহতের স্ত্রী শাহিনুর বেগম, মেয়ে খাদিজাতুল কোবরা, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাজালাল, বিএনপি নেতা সোহেল রানা, নেকমরদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব নাগরাজ সহ এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেন।
এসময় বক্তরা অভিযোগ করে বলেন, ঘটনায় এজাহার দেয়ার ৭দিন হয়ে গেলেও পুলিশ কোন আসামী ধরছেনা। সকলে যানে আসামী কে কিন্তু পুলিশ নিরবতায় রয়েছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করে সুষ্ঠু বিচার করা হোক।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোহেল রানা জানান, আমরা এখনো পর্যন্ত কোনো ক্লু পাইনি।আমরা চেষ্টা করছি দ্রুত আসামি ধরতে। আর নিহতের স্বজনরা যার বিরুদ্ধে অভিযোগ করছে উনার বিরুদ্ধে কোনো প্রমান নেই। আমরা কোনো নিরীহ মানুষকে প্রমান ছারা ধরবো না।
উল্লেখ্য, গত শনিবার (১ মার্চ ) সকালে রাণীশংকৈল উপজেলার দুর্লভপুর বামনবাড়ি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করে রানীশংকৈল থানা পুলিশ। নিহত ব্যক্তি মসজিদের ইমামতির পাশাপাশি বামন বাড়ি শামসুদ্দিনের মিলে নৈশপ্রহরীর কাজ করতেন। হত্যার ৬দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
যুগের কন্ঠস্বর/এইচএসএস
মন্তব্য