বুধবার, ১২ মার্চ ২০২৫
 

কাজিপুরে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের আশঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫

---

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-কাজিপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কাজিপুর উপজেলার দুবলাই গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন স্থান থেকে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে উদ্ধার হওয়া মরদেহটি উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি গ্রামের মৃত আবু সাইদের ছেলে ও পেশায় অটোরিক্সা চালক এনামুল হকের।

কাজিপুর থানা পুলিশের ডিউটি অফিসার এসআই শফিউল ইসলাম জানান, খবর পেয়ে সকাল ৭-৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে, কারণ নিহতের অটোরিক্সাটি এখনো পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার জানায়, এনামুল হক মঙ্গলবার ভোর রাত ৩-৪টার দিকে টমেটো নিয়ে পাইকারি বাজার দক্ষিণের পিপুলবাড়িয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে সকালে তার মৃত্যুর খবর আসে। এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক এনামুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তার অটোরিক্সাই ছিল পরিবারের প্রধান জীবিকার উৎস।

উদ্ধারকাজের প্রত্যক্ষদর্শী দুবলাই গ্রামের যুবক তরিকুল ইসলাম বাবু জানান, নিহতের হাত, পা, চোখ ও মুখ ব্রাউন টেপ দিয়ে বাঁধা ছিল এবং নাক-মুখে রক্ত ও ফেনা দেখা গেছে, যা নৃশংস হত্যার ইঙ্গিত দেয়।

এ ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon