বুধবার, ১২ মার্চ ২০২৫
 

বাকৃবিতে বৃহত্তর কুমিল্লা সমিতির ইফতার মাহফিল আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫

---

বাকৃবি প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর কুমিল্লা সমিতির এক দোয়া ও ইফতার মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১মার্চ) সন্ধায় বিশ্ববিদ্যলয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি ) মিনি কনফারেন্স হলে ওই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

এ সময় ইফতার মাহফিলে বৃহত্তর কুমিল্লা সমিতির শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সদসবৃন্দসহ প্রায় ২ শতাধিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি বিভাগের প্রধান ও কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল ওয়াদুদ, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম, কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আকতার হোসেন চৌধুরী সহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

উল্লেখ্য, এই সমিতি দীর্ঘদিন ধরে বাকৃবিতে অধ্যয়নরত বৃহত্তর কুমিল্লার শিক্ষার্থীদের  জন্য নানামুখি সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon