স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়ন শাখা’র আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙলবার(১১মার্চ) উপজেলার পিতলগঞ্জ হাই স্কুলে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদলা ইউনিয়ন শাখা’র সভাপতি মাওঃ উবাইদুল্লাহ এর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদলা ইউনিয়নের সেক্রেটারী মো.লুৎফর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ সদর-হোসেনপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোসাদ্দেক আলী ভূইঁয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জৈন উদ্দিন, অধ্যাপক ওয়ালী লেওয়াজ খান কলেজ। মোঃ আমিনুল হক, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা। অধ্যাপক এ ডি এম মহিবুল্লাহ, নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা শাখা। অধ্যাপক আজাহারুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা শাখা।
সাবেক অধ্যাপক মোঃ নুরুল হক, বিভাগীয় প্রধান (ইংরেজি বিভাগ) হোসেনপুর সরকারি কলেজ, সাংবাদিক শফিকুল ইসলাম ফকির মতি, মাহাফুজুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখা।
মাও যুবায়ের ইবনে আঃ হাই, লেকচারার তাফসির বিভাগ, হয়বতনগর এ.ইউ কামিল মাদ্রাসা কিশোরগঞ্জ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হোসেনপুর উপজেলা শাখার মোঃ ওমর ফারুক প্রমূখ।
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে ৫শতাধিক মানুষ উপস্থিত ছিলেন, ইফতারের পূর্বাহ্নে দেশ ও জাতি এবং বিশ্ব মানবতার শান্তি,সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
যেকে/এইচ
মন্তব্য