বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
 

‎হোসেনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫

---

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী  কিশোরগঞ্জ  জেলার হোসেনপুর উপজেলার  সিদলা ইউনিয়ন  শাখা’র আয়োজনে  মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙলবার(১১মার্চ) উপজেলার পিতলগঞ্জ হাই স্কুলে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদলা ইউনিয়ন শাখা’র সভাপতি মাওঃ উবাইদুল্লাহ এর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদলা ইউনিয়নের  সেক্রেটারী মো.লুৎফর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ সদর-হোসেনপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোসাদ্দেক আলী ভূইঁয়া।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জৈন উদ্দিন, অধ্যাপক ওয়ালী লেওয়াজ খান কলেজ। মোঃ আমিনুল হক, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা। অধ্যাপক এ ডি এম মহিবুল্লাহ, নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা শাখা। অধ্যাপক আজাহারুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা শাখা।

‎সাবেক অধ্যাপক মোঃ নুরুল হক, বিভাগীয় প্রধান (ইংরেজি বিভাগ) হোসেনপুর সরকারি কলেজ, সাংবাদিক শফিকুল ইসলাম ফকির মতি, মাহাফুজুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন  কিশোরগঞ্জ জেলা শাখা।

‎ মাও যুবায়ের ইবনে আঃ হাই, লেকচারার তাফসির বিভাগ, হয়বতনগর এ.ইউ কামিল মাদ্রাসা কিশোরগঞ্জ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হোসেনপুর উপজেলা শাখার মোঃ ওমর ফারুক প্রমূখ।

‎উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে ৫শতাধিক মানুষ উপস্থিত ছিলেন, ইফতারের পূর্বাহ্নে দেশ ও জাতি এবং বিশ্ব মানবতার শান্তি,সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon