ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি গরু নিহত এবং আরও একটি গরু গুরুতর জখম হয়েছে। পাসে থাকা কুটার খর পুড়ে নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এগুলো রক্ষা করতে এগিয়ে আসলে কৃষক নুরুল ইসলাম মৃধা (৭০) গুরুতর আহত হয়।
বুধবার (১২ মার্চ) সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করা গেছে।
আহত কৃষকের ভাই কালাম মৃধা বলেন, মঙ্গলবার রাত ১২ টার দিকে আমার ভাই নুরুল ইসলামের ডাক চিৎকারের শব্দ পেয়ে এসে দেখি গরুর ঘরে আগুন লেগেছে। সে ঘরের ভিতরে ঢুকে গুরু গুলো বের করার সময় আগুনে পুড়ে গুরুতর জখম হয়। একটি গরু মারা গেছে, একটা আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের মার্ডেম ইউনিটে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুজ্জামান বলেন, রাত ১২ টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শেষ করে রাত ২ টার দিকে স্টেশনে এসেছি। একটি গুরু নিহত এবং আরও একটি গরু ও কৃষক আহত হয়েছে। এতে চিকিৎসার খরচসহ প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হবে।
যেকে/এইচ
মন্তব্য