বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
 

কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে, ১২ মার্চ বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী,কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, ইউপি সদস্য আখতারুন নাহার রেবা, স্কুল ছাত্রী জান্নাত ফাতেমা প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, পিরোজপুর জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক ও কাউখালী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার।এ সময় বক্তারা ধর্মীয় অনুশাসন, অপ্রাপ্ত শিশুদের হাতে ইন্টারনেট, মোবাইল ব্যবহারে বিশেষ নজর দেওয়া, নারীর সাথে অস্বাভাবিক বা অসৌজন্যমূলক আচরণ করলে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা, সহ সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা সহ নারী পুরুষ উভয়কে সম্মান প্রদর্শন করার জন্য আহবান করা হয়।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon