শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
 

সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করলেন অবসর প্রাপ্ত সরকারি চাকরিজীবী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫

---

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার কচুয়া উপজেলার অন্তর্ভুক্ত গোপালপুর ইউনিয়নের বক্তারকাঠী গ্রামের সরকারি রাস্তার পাশের কয়েকটি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন মো: আব্দুল জব্বার নামের একজন অবসর প্রাপ্ত সরকারি চাকরিজীবী।

এ ব্যাপারে  সরোজমিনে স্থানীয় লোকজন জানান রাতের অন্ধকারে অজ্ঞাত কয়েকজন লোক গাছ কেটে নিয়ে যাচ্ছিল এ সময় এলাকাবাসী বাধা দিলে তারা গাছ রেখে পালিয়ে যায়, পরে খোজ নিয়ে জানা যায় যে,আব্দুল জব্বার , বাড়ি প্রতাপপুর,এই গাছ বিক্রি করে দিয়েছেন। “আব্দুল জব্বার” এর সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি বলেন, “এই গাছ আমি রোপন করেছি, আমি বিক্রি করব, এখানে লোকজন বাধা দেয়ার কে?”, স্থানীয় কিংবা উপজেলা প্রশাসনের অনুমতি আছে কি না এব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন যে, “অনুমতি নেয়ার প্রয়োজন মনে করি নেই”।

এ দিকে সরকারি জায়গার গাছ কেটে বিক্রি করায় স্থানীয় লোকজনের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন জানান খালের পাড়ের এই গাছ কাটার ফলে রাস্তা ক্ষতি গ্রস্ত হবে এবং আসন্ন বর্ষা মৌসুমে  জন ভোগান্তির আশংকা করছেন। তারা অতিদ্রুত এ ব্যাপারে প্রশাসন এর সহযোগীতা আশা করছেন।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon