শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
 

রাবি শাখা ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃত্বে মাহবুব-হাবিবুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫

---

রাবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫ সেশনের আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব আলম সভাপতি এবং ইসলামিক স্টাডিজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ পারভেজ আকন্দ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম শরীফ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল পরবর্তী সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, রাবি শাখার ২০২৫ সেশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. শফিকুল ইসলাম।

নতুন নেতৃবৃন্দ আল্লাহ তায়া’লাকে সাক্ষী রেখে সংগঠনের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকে তাদের জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করেন। তাঁরা তাদের উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন এবং দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার শপথ করেন।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon