শনিবার, ১৫ মার্চ ২০২৫
 

ঝালকাঠিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫

---


ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ৮ বছরের শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর শহরের প্রধান ঈদগাহ ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজেন এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে সংক্তিপ্ত বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার যুগ্ম আহবায়ক খালিদ সাইফুল্লাহ। পরে মুছুল্লীদের নিয়ে গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন খালিদ সাইফুল্লাহ। এসময় জেলা জামায়াতের আমির আ্যাডভোকেট হাফিজুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বোনের বাড়িতে বেড়াতে এসে নির্যাতনের শিকার শিশু আছিয়া বৃহস্পতিবার দুপুর একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

বৃহস্পতিবার বিকালে আছিয়ার মরদেহ হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে নিয়ে যাওয়ার পর শহরের নোমানী ময়দানে তার নামাজে জানাজা হয়। পরে বাদ মাগরিব তার লাশ শ্রীপুর সোনাইকুডী গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon