রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উত্তর দৌলতদিয়া যৌন পল্লীর ভিতরে লতিফ এর বাড়ির সামনের রাস্তার উপর থেকে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) ভোর ছয়টা বিশ মিনিটের দিকে উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর ভিতর লতিফের বাড়ীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলো, দৌলতদিয়ার সোহরাব মন্ডল পাড়ার মৃত কুটি শেখের ছেলে আজগর শেখ (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ছয়টা বিশ মিনিটের সময় এসআই (নিঃ) মোঃ ফরিদ মিয়া, সংগীয় ফোর্স সহ উত্তর দৌলতদিয়া যৌন পল্লীর ভিতরে লতিফ এর বাড়ির সামনের রাস্তার উপর থেকে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় আজগর এর নিকট থেকে ৭৫ পুরিয়া হেরোইন সহ আটক করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃত আসামী পেশাদার মাদক কারবারি। এছাড়াও দৌলতদিয়া ঘাট এলাকায় মাদক, চুরি ,ছিনতাই,ডাকাতি প্রস্তুতি সহ সাতটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
যেকে/এইচ
মন্তব্য