খাগড়াছড়ির ৯ উপজেলায় ৪৯টি ইটভাটার মধ্যে ৩১টি আগে থেকেই বন্ধ ছিল; বৃহস্পতিবারের অভিযানে বাকিগুলো বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
হাই কোর্টের নির্দেশ অনুযায়ী খাগড়াছড়ি জেলার অবৈধ সব ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩মার্চ) জেলার দীঘিনালা, মাটিরাঙা, গুইমারা,রামগড়, পানছড়ি ও সদর উপজেলায় অভিযান চালিয়ে (১৮টি) ইটভাটা বন্ধ করে দেওয়া হয় বলে জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
জেলা প্রশাস বলেন হাই কোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়িতে সকাল থেকে অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম শুরু করা হয়। দিনব্যাপী অভিযানে সব ভাটা বন্ধ করা হয়।
“অভিযান শেষে আগামী ১৭ মার্চ হাই কোর্টে প্রতিবেদন দাখিল করা হবে। এ জেলায় ৪৯টি ইটভাটার মধ্যে ৩১টি আগে থেকেই বন্ধ ছিল। আজকের অভিযানে ১৮টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে”
এর আগে বিভিন্ন উপজেলায় একাধিক অভিযান চালিয়ে ইটভাটা মালিকদের জরিমানা ও অস্থায়ীভাবে বন্ধ করা হলেও, এবার সবগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
গত (১০মার্চ) খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধ ইটভাটা চলমান এক তথ্য সূত্র সাংবাদিক দের একটি দল অনুসন্ধানে গেলে ইটভাটার মালিক কথিত সাংবাদিক মোঃ আলমগীর হোসেন ও তার সহযোগী সাংবাদিক এইস এম প্রফুল্লের যোগসাজশে স্বরযন্ত্র মুলক মিথ্যা মামলা দিয়ে বিন তদন্তে চার সাংবাদিককে জেলহাজতে পাঠায় খাগড়াছড়ি সদর থানার পুলিশ। বৃহস্পতিবার দীঘিনালার দুইটি অবৈধ ইটভাটা সহ সারা জেলায় ১৮টি অবৈধ ইটভাটা স্থায়ী বন্ধ ঘোষণা করে জেলা ও উপজেলা প্রশাসন।
মন্তব্য