রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা বিএনপির আঞ্চলিক অফিস কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মো. আসলাম মিয়া। এছাড়া রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফায়েল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ এবং সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের শিক্ষাকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রাজবাড়ী বিএনপির নেতারা জানান, এই ইফতার মাহফিল ছিল দলীয় নেতাকর্মীদের মিলনমেলা, যেখানে রমজানের শিক্ষা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
jk/h
মন্তব্য