স্টাফ রিপোর্টার
বরগুনা জেলার আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হেলাল চৌকিদার পরকীয়া কাণ্ডের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল। বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা যায় গত দুই বছর যাবৎ এই নারীর সাথে পরকীয়া করে আসছেন হেলাল চৌকিদার, পরকীয়া নারীকে রিক্সায় করে ঘুরতে যাওয়ার পথে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা, যার রীতিমতো ফেসবুকে ভাইরাল হয়।
গত বৃহস্পতিবার ”আমতলীর ত্যাগী নেতা” একটি ফেসবুক আইডি থেকে এসব ছবি পোস্ট করা হয়। সেখানে উল্লেখ করা হয় আমতলী উপজেলা ছাত্রদলের সভাপতি হেলাল চৌকিদার পরকীয়ায় লিপ্ত। সে বিগত দুই বছর যাবত এই পরকীয়ার সাথে যুক্ত। তার মত ছাত্রনেতা যদি বিএনপির মত দলে থাকে তাহলে আছিয়ার মত বোনদের জীবন এবং সংসার ধ্বংস হবে। কেন্দ্রীয় ছাত্রদলের কাছে আমাদের আকুল আবেদন তাকে আইনের আওতায় আনা হোক তা না হলে অনেক আছিয়া নির্যাতিত হবে।
ভাইরাল ছবির বিষয় হেলাল জানান, ছবিটি আরও ৩ বছর আগের, রিস্কায় যাকে দেখা যাচ্ছে সে আমার বান্ধবী। কে বা কারা ছবিটা তুলে ফেসবুকে গুজব ছড়াচ্ছে আমার জানা নেই, তবে ভাইরাল কারীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে Fatima Tuz Johora Moity নামের একজন ছাত্রী সমন্বয়ক তার নিজ ফেইসবুক পোস্ট করায়, অসামাজিক কমেন্ট করে ভাগ বিতান্ড শুরু করে সদস্য সচিব ইমরান। তার কিছু স্ক্রিনশট দিয়ে বন্ধুর ম্যাসেঞ্জারে পাঠিয়ে, ফাতিমা তুজ জোহরা মৈতি কে ইমরান খান ধর্ষণ করবে বলে ম্যাসেঞ্জার থেকে বন্ধুদের কথোপকথনের একটি স্ক্রিনশট পাওয়া গেছে। যা নেট দুনিয়ায় ভাইরাল। এবিষয়ে গতকাল আমতলী থানায় একটি জিডি করেন মৈতি, যাহার জিডি নাম্বার- ৬২৬/২৫, তবে এবিষয়ে এখনো কোন পদক্ষেপ নেয়নি জেলা ছাত্রদল বা উপজেলা বিএনপি।
মৈতি সাংবাদিকদের জানান, আমি এ বিষয় এখনো শিওর না তবে ইমরান খান নামের একটা আইডি থেকে এধরনের চ্যাটিং করা হয়েছে বলে জেনেছি। তবে আমি খুভ আতঙ্কিত যদি এ ধরনের কোন কিছু হয়ে থাকে তাহলে তার যেন শাস্তি হয়।
ম্যাসেঞ্জারে ধর্ষনের হুমকির বিষয় ইমরান খানে কে একাধিক বার কল করেও কোন উত্তার পাওয়া যায়নি।
ফেইসবুকে ভাইরাল হওয়া ছবির বিষয়, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি জানান, এ বিষয় আমাদের কাছে কেউ কোন লিখিত বা সরাসরি অভিযোগ করেনি।
তবে আমি জেনেছি বেশ কয়েকটা ফেইসবুক আইডি থেকে তার ছবি পোস্ট করে অপপ্রচার চালানো হচ্ছে, এটা ছাত্রদলের মান-সম্মান ক্ষুন্ন সহ হেয় প্রতিপন্ন করার জন্য গুজব ছড়ানো হচ্ছে। যদি তাদের বিরুদ্ধে কোন ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত ও ছাত্রদলের বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব।
মন্তব্য