সোমবার, ২১ এপ্রিল ২০২৫
 

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রাসহ চোরাকারবারী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫

---

রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ অভিযান চালিয়ে চার দেশের বৈদেশিক মুদ্রাসহ (যার মূল্য প্রায় সাত লক্ষ বিশ হাজার টাকা) মোঃ ফিরোজ আলী (৪৩) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।


রবিবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম।


গ্রেপ্তার মোঃ ফিরোজ আলী মেহেরপুর জেলার সদর উপজেলার কুতুবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।


প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, রাজবাড়ীর পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল-রাজীব পিপিএম-এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম শনিবার (১৫ মার্চ) বিকেল আড়াইটার দিকে রাজবাড়ীর পাংশা থানার শিয়ালডাঙ্গা এলাকা থেকে মোঃ ফিরোজ আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থাকা চার দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। যার মোট মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকা।


তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ফিরোজ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রবিবার (১৬ মার্চ) তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon