সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে চাঁদা না দেওয়ায় নয়ন সরকার নামে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজারের মৃত বাচ্চু সরকারের ছেলে ক্রোকারিজ ব্যবসায়ী নয়ন সরকারের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিবলী রেজা বাবু। চাঁদা দিতে অস্বীকার করায় নয়নের বাড়িতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
নয়ন সরকার জানান, শিবলী রেজা বাবু এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী। ইয়াবাসহ একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছে। সম্প্রতি সে আমার কাছে চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, গভীর রাতে বাড়ির গেট আটকে আগুন ধরিয়ে দেয়, যাতে আমরা বের হতে না পারি। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নয়নের প্রতিবেশী লাইলী খাতুন বলেন, “আমি রাতে শব্দ শুনে জানালা খুলে দেখি নয়নের বাড়িতে আগুন জ্বলছে। দ্রুত বের হয়ে দেখি, অনেক লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু শিবলী তাদের বাধা দেয়। আমি তখন শিবলীকে গালিগালাজ করে বলি— আগুন কেন নিভাবে না? বাড়ি পুড়ে শেষ হয়ে যাবে!”
আরেক প্রতিবেশী আরিফ সরকার জানান, “চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ন্যাক্কারজনক। মানুষের জান-মালের নিরাপত্তা কোথায়?”
এ ঘটনায় অভিযুক্ত শিবলী রেজা বাবুর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, “রাত দেড়টার দিকে আমি টহলে ছিলাম। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ (রবিবার) সকালে আমরা প্রাথমিক তদন্ত করেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
jk/h
মন্তব্য