বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার কচুয়ার গোপালপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বাসিন্দা “ইউনুস আলী শেখ”। পেশায় তিনি একজন চৌকিদার। বসতবাড়ির জমি ভাগ বাটোয়ারা নিয়ে প্রতিবেশী “লুৎফর রহমান শেখ” এর সাথে চলছে দ্বন্দ্ব। জানা যায় “লুৎফর রহমান শেখ” পতিত আওয়ামী সরকারের সংগঠন শ্রমিক লীগের গোপালপুর ইউনিয়ন সভাপতি ছিলেন। আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি তার পদের ক্ষমতা দেখিয়ে প্রতিবেশীদের মামলা হামলা সহ নানা রকম হয়রানি করতেন। আগস্ট মাসের ৫ তারিখ হাসিনা সরকার পতিত হওয়ার পরে আত্মগোপনে চলে যান এই “লুৎফর রহমান শেখ”। কিন্তু থেমে থাকে নি আত্মগোপন অবস্থায় তার হয়রানি কার্যক্রম।
ইউনুস আলী শেখ বলেন,”আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন “লুৎফর রহমান শেখ” ও তার ভাই তাদের নামে মিথ্যা মামলা দায়ের করে এবং ইউনুস আলীর ছেলের হাত ভেঙে দেয়”।
শুধু “ইউনুস আলী শেখ” এর পরিবার নয় এলাকায় আরো অনেক পরিবারকে পূর্বে হেনস্থা করেছেন বলে প্রতিবেশীরা দাবি করেন।
অন্য আর একজন প্রতিবেশী “আজাহার আলী শেখ” জানান তাকেও বিভিন্ন রকম ভাবে হামলা ও হুমকি দিয়েছেন “লুৎফর রহমান শেখ” । তিনি জানান,”৫ আগস্ট এর আগে তার গোয়াল ঘরে আগুন দেওয়া হয় এবং বাইরে থেকে ভাড়া করা লোক এনে তাদের হুমকি দেওয়া হয়”।
যদিও লুৎফর রহমান শেখ এর পরিবার এসব বিষয় মিথ্যা বলে দাবি করেন। এই বিষয়ে “লুৎফর রহমান শেখ” এর ছোট ভাই “আঃ জব্বার শেখ” ও চাচাতো ভাই “আলমগীর শেখ” সাংবাদিকদের জানান,”তাদের একটি টিনের ঘর মাস দুয়েক আগে ভাঙ্গা হয়েছে এবং বাড়ির কিছু গাছ জোর করে কাটা হয়েছে”।
তবে এই বিষয়টি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা বলে জানিয়েছেন গোপালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি (বিএনপি) “মাহফুজুর রহমান”। তিনি বলেন,” ঘর ভাঙ্গা এবং গাছ কাটার বিষয়টি সম্পূর্ণ ভুয়া। বরং পতিত আওয়ামী সরকারের আমলে এই লুৎফুর রহমান শেখ ও তার পরিবাররা এলাকার বিভিন্ন পরিবারকে অহেতুক হয়রানি ও হামলা করেছে”। তিনি আরো বলেন,”৫ আগস্টের পরে লুৎফুর রহমান এবং তার পরিবারের উপর কোন হুমকি বা হামলা হয়নি। আগেও যেমন মানুষকে হয়রানি করতো এখনও আত্মগোপনে থেকে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছে”।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানায়,”ইউনুস আলী শেখ ও তার পরিবারকে হয়রানি করা হচ্ছে এবং তারা আরো জানায় লুৎফর রহমান শেখ ও তার পরিবার হয়রানি মূলক আচরণ করছে”।
jk/h
মন্তব্য