সোমবার, ১৭ মার্চ ২০২৫
 

দল-মত নির্বিশেষে এক ছাদের নিচে ইফতার করলেন বাকৃবির শিক্ষকরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫

 ---

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে বিশবিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরা একত্রিত হয়ে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

রবিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন মিঞা।

এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ও প্রায় পাঁচ শতাধিক শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘রমজান আমাদের একাগ্রতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। এই শিক্ষা যেন আমাদের জীবনে স্থায়ীভাবে বহমান থাকে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার উৎকর্ষতায় এগিয়ে নিয়ে যেতে চাই। পেশাগত দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানাই।’

বাকৃবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন মিঞা বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টাই উন্নতির মূল চাবিকাঠি। তাই, সবাই মিলে করি কাজ, নাহি ভয়, নাহি লাজ।’

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং শিক্ষকদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon