মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
 

নারী ছাড়া একটি ঘর, একটি দেশ, একটি সভ্যতা চিরকাল অর্থহীন হয়ে থেকে যায়: ছাত্রদল নেতা অনিক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫

---

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে সকল ছাত্রী হলগুলোর সম্মিলিতভাবে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য-সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, নারী ছাড়া একটি ঘর, একটি দেশ, একটি সভ্যতা চিরকাল অর্থহীন হয়ে থেকে যায়। তাই নারীদের সম্মান দিতে, যোগ্য মর্যাদা সবার আগে দেওয়া উচিত।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সাত শতাধিক নারী শিক্ষার্থীর জন্য এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

জাবি শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুল আলমসহ অন্যান্য শিক্ষক ও শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

জাবি ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মো: আফফান আলী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দিয়ে ক্যাম্পাসে ছাত্র বান্ধব কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মানে জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নানা কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি হলে হলে ইফতার কর্মসূচি আয়োজন করেছে। আজ নারী শিক্ষার্থীদের সম্মানে ইফতার আয়োজন করে যেখানে প্রায় ৭০০ এর অধিক নারী শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামীতেও নারী শিক্ষার্থীদের জন্য জাবি ছাত্রদল কর্মসূচি হাতে নিবে। বাংলাদেশী জাতীয়তাবাদকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে ইনক্লুসিভ ক্যাম্পাসে পরিনত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আগামীতেও নানা কর্মসূচি হাতে নিবে ইনশাআল্লাহ।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য-সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, আমাদের সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারী ছাড়া একটি ঘর, একটি দেশ, একটি সভ্যতা চিরকাল অর্থহীন হয়ে থেকে যায়। তাই নারীদের সম্মান দিতে, যোগ্য মর্যাদা সবার আগে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানেও নারীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সমাজে নারীর ক্ষমতায়ন ও সমতায়ন নিশ্চিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নারী শিক্ষার্থীদের সম্মানার্থে আমরা ইফতারের আয়োজন করেছি। সব হলের নারী শিক্ষার্থীদের উপস্থিতিতে আমাদের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon