সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার সকালে উল্লাপাড়া পৌর এলাকার চরঘাটিনা রেলগেটের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রিতু খাতুন উপজেলার বড়হর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। তবে তার বাবা-মা কেউ বেঁচে নেই। তিনি ফুফুর কাছে থেকে উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, সোমবার ভোরে রাজশাহী থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন চরঘাটিনা রেলগেটে পৌঁছালে ট্রেনের নিচে পড়ে রিতুর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।
jk/h
মন্তব্য