মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
 

কাউখালীতে ফেইসবুকে ফ্যাক আইডি ব্যবহার করে সরকারের ভাবমুর্তি ক্ষুন্নকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে সরকারের পরিবর্তনের পর দীর্ঘদিন যাবৎ বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমাজের পরিচ্ছন্ন ভালো মানুষদের নামে নানামুখী ষড়যন্ত্র মূলক বানোয়াট তথ্য প্রচার করে পরিবেশ অস্থিতিশীল করতে ব্যস্ত। হাউন আঙ্কেল নামের ফেইসবুক আইডির পরিচালক দাশেরকাঠী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে দুষ্কৃতিকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার (২৮) কে থানা পুলিশ গ্রেফতার করেছে। মামলার সূত্রে জানা যায়, রাসেল সাবেক সরকারের ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। সরকারের পতনের পূর্বে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের নেতৃত্বেও ছিল রাসেল। তাকে বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত মোঃ সোলায়মান জানান, বিএনপির অফিস পোড়ানো মামলায় তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং ফেইসবুকের ফেইক আইডির ব্যাপারে রিমান্ডের আবেদন দেয়া হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon