মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
 

সরকারিভাবে দেয়া এক লক্ষ ট্যাবলেটের মধ্যে ষাট হাজার ট্যাবলেটই নস্ট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫

---

কাউখালি (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের  আউটডোর-ইনডোরের সাধারণ রোগীদের জন্য বিনামূল্যে বিতরণের জন্য সরকারি  ভাবে ২৫ ডিসেম্বর ২০২৪ এ সরবরাহ করা এক লক্ষ সেটিরিজিন-১০এমজি ট্যাবলেটের স্ট্রিপ নষ্ট। ঔষধগুলো বাতাস লেগে ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ার পরেও সাধারণ রোগীদের ভিতর দীর্ঘদিন যাবৎ খোচ পাচরা এ্যালার্জি রোগীদের মাঝে নিয়মিত সরবরাহ করা হয়েছে।  সোমবার ১৭ মার্চ কয়েকজন সাধারণ রোগী ঔষধের নষ্ট অবস্থা দেখে সংবাদকর্র্মীদেরকে জানালে, সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে সাধারণ রোগীদের পক্ষে মঞ্জুরুল ইসলাম বলেন, অসাধু চক্র এই নিম্নমানের  ঔষধ সরবরাহ করে সরকারের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার কারনেই এই খারাপ ঔষধ সরবরাহ করা হয়েছে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে  ঔষধ বিতরণের দায়িত্বে থাকা মুক্তি রানী বিশ্বাস জানান, বিষয়টি আমাদেরও নজরে আসছে বিধায় আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ভারপ্রাপ্ত স্টোর কিপার বাপ্পি বলেন, ঔষধের উৎপাদন ও উর্ত্তীর্ণের মেয়াদ সঠিক আছে।ঔষধের বক্স ঠিক থাকলেও  ভিতরে ঔষধের পাতাগুলো এভাবে নষ্ট। ঔষধ গ্রহণের সময় আমরা দেখার সুযোগ পাই নাই। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইশতিয়াক আহম্মেদ জানান, আমি নুতন যোগদান করেছি, বর্তমানে মিটিং এ বরিশাল আছি। আপনাদের মাধ্যমে জানতে পেরে ঔষধ বিতরণ বন্ধ রেখেছি এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon