কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার(১৭ মার্চ ) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ প্রশিক্ষনের আয়োজন করে।
তিনদিন ব্যাপী প্রশিক্ষণ উদ্ধোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রাণী দাস।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংগ) বাস্তবায়নে এবং কাউখালী উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষক প্রশিক্ষন হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মর্তা ,স্কুল শিক্ষক-শিক্ষিকা, ইমাম, এনজিও কর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩০জন মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য