জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) শহীদ রফিক-জব্বার হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৭ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে উপস্থিত সবাই মাহে রমজানের পবিত্রতা ও গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং ছাত্রদলের ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। তারা সবাই দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।
এ বিষয়ে শহিদ রফিক-জব্বার হলের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাকিররল ইসলাম বলেন, “দীর্ঘ স্বৈরচারী শাসনামলে শেখ হাসিনার দমন-পীড়নের কারণে আমাদের হলের অনেক সাবেক নেতৃবৃন্দ তাদের প্রিয় হলে থাকতে পারেননি। কিন্তু আজ দীর্ঘদিন পর তারা স্বাধীনভাবে হলে এসে আমাদের সঙ্গে ইফতার করতে পেরেছেন, যা আমাদের আন্দোলন-সংগ্রামের সফলতার প্রতিফলন। আমরা গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাব।”
jk/h
মন্তব্য