মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
 

রাজবাড়ীর গোয়ালন্দে ধারালো অস্ত্রসহ তিন যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫

---

রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  উত্তর দৌলতদিয়া পুড়াভিটা  মৌসুমী এর বাড়ীর সামনে থেকে  তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর গ্রামের  মোঃ মুসলিম সরদারের ছেলে আকাশ সরদার (১৯),রাজবাড়ী সদর উপজেলার বড়চর বেনি নগর গ্রামের ইউনুচ সরদারের ছেলে মোঃ মিনহাজুল সরদার (২০), রাজবাড়ী সদর উপজেলার  চর নারায়ন পুর গ্রামের মোঃ আজাহার মাস্টারের ছেলে মোঃ আতাহার (২৬) ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ১৭ মার্চ সোমবার দিনগত রাত ১১ টার দিকে এসআই (নিঃ) আমিনুল হক সংগীয় ফোর্স সহ  উত্তর দৌলতদিয়া পুড়াভিটা  মৌসুমী এর বাড়ীর সামনে থেকে  তিন যুবককে গ্রেফতার করেছে ।এ সময় তাদের তল্লাসি করে  একটি সুইচ গিয়ার চাকু ও একটি নীল রংয়ের GIXXER SUZUKI ১৫০ সিসি মোটর সাইকেল সহ গ্রেফতার করে।

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডাকাতি  প্রস্তুতির ও ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে মামলা দায়েরের পর মঙ্গলবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon