রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের টেকনোয়াদ্দা মৌজায় আবাসনের নামে নিরীহ জমি মালিকদের ফসলি জমি ও জলাশয় জবর দখলমুক্ত করতে গেলে সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফেরদৌসী আলম নীলার মা ও ভাই বকুল,সিরাজসহ সন্ত্রাসী বাহীনির হামলার শিকার হয়েছেন এলাকাবাসী। স্থানীয় উদ্যোগে বিগত সময়ে জবর দখল হওয়া জমি উদ্ধার চেষ্টা করলে ১৮ মার্চ মঙ্গলবার সকালে মহিলালীগ নেত্রীদের নিয়ে নীলার মা ও ভাই বকুল, সৈয়দ সিরাজের লোকজন অভিনব কৌশলে বাঁধা প্রধান করে।
স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা সরফরাজ বলেন, গ্রামবাসি নিজের জমি রক্ষায় বিগত স্বৈরাচারী সরকারের আমলে বেদখল হওয়া পুনঃ উদ্ধার চেষ্টা করেন। কিন্তু নাটকবাজ ফেরদৌসী আলম নীলার অবৈধভাবে দখল করা জমি রক্ষায় সে পলাতক থাকায় অভিনব কৌশলের আশ্রয় নেয় নীলার মা। নীলার পরিবারের লোকজন মহিলালীগ নেত্রী নিয়ে এসে স্থানীয় জমি মালিকদের সাইনবোর্ডে তুলে ফেললে তাতে বাঁধা দেয় এলাকাবাসী। তখন দা নিয়ে তেড়ে এসে এক পর্যায়ে নিজের গলায় রশি দিয়ে আত্নহত্যা করবে বলে নাটক সাজায়।এতে ভয় পেয়ে এলাকাবাসী ফিরে আসে। কিন্তু এ ঘটনায় উল্টো এলাকাবাসীকে হুমকী ধামকিসহ মামলার ভয় দেখাছে। এছাড়াও স্থানীয় জমি মালিকরা অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর ধরে নীলা ও তার পরিবারের লোকজন জবর দখল করেছে,এখনও বিএনপির নাম ভাঙ্গিয়ে তার ভাই সৈয়দ সিরাজের ছত্রছায়ায় জবর দখল চলমান রেখেছে।
এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নীলার ভাই বকুল মিয়া বলেন, গ্রামবাসি যে জমি উদ্ধার করতে চায় তাতে আমাদের আপত্তি নাই। কিন্তু আমার জমিতে সাইনবোর্ড দেয়ায় বাঁধা দিয়েছি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় জমি মালিক সুমন মোল্লা, মোহাম্মদ জালাল মিয়া, জালাল প্রধানসহ ভুক্তভোগীরা।
jk/h
মন্তব্য