বুধবার, ১৯ মার্চ ২০২৫
 

বিজয়ের কণ্ঠ’র মাল্টিমিডিয়ায় বর্ষসেরা পুরস্কার পেলেন নাহিম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫

---

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের বহুল প্রচারিত দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক নাহিম মিয়া মাল্টিমিডিয়া বর্ষসেরা পুরস্কার পেয়েছেন।

সোমবার (১৭মার্চ) বেলা ৫টার দিকে নগরের একটি অভিজাত হলে দৈনিক বিজয়ের কণ্ঠ’র  ইফতার মাহফিল ও প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সম্পাদক ও প্রকাশক জে.এ কাজল খানের সভাপতিত্বে ও সহ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান তরুন সাংবাদিক নাহিম মিয়াকে দৈনিক বিজয়ের কণ্ঠ’র মাল্টিমিডিয়ায় বর্ষসেরার সম্মাননা পুরষ্কার হাতে তুলে দেন।

প্রতিভাবান, পরিশ্রমি ও উদ্যমী নাহিম মিয়া সাংবাদিকতায় পদার্পণ করার পর থেকেই বিভিন্ন নিউজ ও প্রতিবেদনের মাধ্যমে স্বল্প সময়ে কোম্পানীগঞ্জের মানুষের কাছে পরিচিত লাভ করেছেন। শিক্ষা, মানবিক, সামাজিক, প্রাসঙ্গিক, দূর্যোগ ইত্যাদি বিষয়ে সংবাদ লিখে পাশাপাশি উপস্থাপন করে এবং সামাজিক সংগঠক ও স্বেচ্ছাসেবী হিসেবে উপজেলা পেরিয়ে সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তরে মানুষের কাছে পৌঁছে গেছে।

গত ২৩ শে ফেব্রুয়ারী  তার জন্মদিনে কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে নাহিম। সে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক,  নিরাপদ সড়ক আন্দোলন নিসআ সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক এবং কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ কোছাক এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছে।

নাহিম মিয়ার ডাক নাম মাহমুদুল হাসান নাঈম। সে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের অজপাড়া গ্রাম শিমুলতলা নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করে পড়ালেখা করে আসছে। গ্রামের মক্তবে প্রাক প্রাথমিক গণশিক্ষা শেষ করে তেলিখাল মাদ্রাসায় ভর্তি হলে সেখান থেকে আবার তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে পিএসসি, তেলিখাল উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি, তারপর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে ছাতক সরকারি টেকনিক্যাল স্কুলে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি শেষ করে। পড়ালেখার পাশাপাশি ক্বেরাত প্রশিক্ষণে অংশগ্রহণ করে কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ থেকে সনদ জামাত শেষ করে(ক্বারী) হয়।

প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন সাহিত্য নিয়ে লেখালেখি করে এবং যার সুবাদে এসএসসির পর থেকেই শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে অনলাইন পোর্টাল সময়ের খবর এ কাজ করে। পরে অনলাইন পোর্টাল রানিং সিলেট,প্রচেষ্টা নিউজ ও আলোকিত গোয়াইনঘাট পত্রিকায় কোম্পানীগঞ্জ প্রতিনিধি হওয়ার সুযোগ লাভ করে। এরপর জাতীয় দৈনিক মতপ্রকাশ ও

দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেয়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

বর্তমানে বাংলাদেশ অন্যতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিংয়ে ৩য় বর্ষে অধ্যয়ণরত আছে।

পত্রিকার নিজস্ব প্রতিবেদক ক্বারী মাহমুদুল হাসান নাঈমের কোরআন তেলাওয়াত ও বার্তা সম্পাদক আব্দুল খালিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, ফুলকলী ফুড প্রোডাক্ট’র ডিজিএম জসিম উদ্দিন, রসমেলা ফুড প্রোডাক্ট’র ডিজিএম সেলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মো. মাসুদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কামরুজ্জামান জুবের।

এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ জাতীয়-স্থানীয় বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

jkh

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon