রবিবার, ২০ এপ্রিল ২০২৫
 

ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্করে অবৈধভাবে পাথর উত্তোলনে মাটি চাপায় ১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫

---

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে রাতের আধারে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম কয়েস (৪০)। তিনি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মোনরাজ মেম্বারের ছেলে।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাঙ্কারের সংরক্ষিত এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তারা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ১৩ জানুয়ারি সকালে রোপওয়ে বাঙ্কারে সংরক্ষিত এলাকায় পাথর অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে লিটন মিয়া নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশের আত্মীয় স্বজনরা মামলা করলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon