রবিবার, ২০ এপ্রিল ২০২৫
 

চট্টগ্রামে বন্দর এলাকায় বিএসটিআই’র ২টি মোবাইল কোর্ট পরিচালিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক :


পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন পরিমাপ যাচাইয়ের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিসের যৌথ সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় ২ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।


২০ মার্চ বৃহস্পতিবার পরিচালিত উক্ত ১ম মোবাইল কোর্টে মিজানের ফলের দোকান,  নিমতলা,ফকিরহাট, আগ্রাবাদ, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটিকে যথাযথ মূল্যতালিকা না থাকায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” অনুযায়ী ১,০০০/- জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট  জনাব রাইয়ান ফেরদৌস, সহকারী কমিশনার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চটগ্রাম জেলা প্রশাসন-এর নেতৃত্বে  পরিচালিত হয়।

এছাড়া ২য় মোবাইল কোর্টে মেসার্স আল হামীদ বেকারী এন্ড সুইটস, নিমতলা, ফকিরহাট, আগ্রাবাদ, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটিকে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত দই, রসমালাই  পণ্য বাজারজাত করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন- ২০১৮” এর ২৪(১)/৪১ ধারা অনুসারে ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।


উক্ত মোবাইল কোর্ট  জনাব সুব্রত হালদার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চটগ্রাম জেলা প্রশাসন-এর নেতৃত্বে পরিচালিত হয়।


এছাড়া ফকিরহাট কাঁচাবাজার মনিটরিং করা হয় এবং দোকান মালিকদের ব্যবহৃত ওজন স্কেলগুলি বিএসটিআই কর্তৃক ভেরিফিকেশন করানোর জন্য পরামর্শ প্রদান করা হয়।


উভয় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা  জনাব জারিন তাসনিম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব প্রিময় মজকুরী জয়, পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।


জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিস সূত্রে জানা যায়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon