রবিবার, ২০ এপ্রিল ২০২৫
 

দীর্ঘ ৯ বছর পর চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫

 

---

 

হাসান ইবনে সাবিদ

শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ৯ বছর পর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন পেয়েছে।


সোমবার (১৩ মার্চ) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।


নতুন এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এম এ জাহিদ। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন এ কে এম শরিফুল ইসলাম এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মনিরুল ইসলাম। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আব্দুল কাওয়ুম এডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, বেসরকারি স্কুল-কলেজে অস্থায়ী বা এডহক কমিটি গঠন করে ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এডহক কমিটি অনুমোদন করা হলো।


যশোর শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী, প্রবিধান ১০ অনুসারে এডহক কমিটিকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া, প্রবিধান ৬৪ (১) অনুযায়ী, ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করার এখতিয়ার থাকবে এই এডহক কমিটির ওপর।


দীর্ঘদিন পর বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে স্থিতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon