রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঈদের কেনাকাটার জন্য ১০ হাজার টাকা না পাওয়ায় মায়ের ওপর অভিমান করে আহসান হাবীব (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন।
শুক্রবার দুপুরে উপজেলার বাবনী ইউনিয়নের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আহসান হাবীব একই এলাকার শফিক উল্লাহর ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
নিহতের মা সেলিনা বেগম জানান, ঈদের পর তার ছেলে আহসান হাবীবের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। শুক্রবার বিকেলে তিনি মায়ের কাছে ঈদের কেনাকাটার জন্য ১০ হাজার টাকা চান। তবে মা তাকে ৫ হাজার টাকা দিতে চান, যা নিয়ে মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে অভিমান করে সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন হাবীব। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে প্রমাণিত হয়েছে, এবং ধারণা করা হচ্ছে ঈদের কেনাকাটার টাকা না পাওয়ার অভিমানেই কিশোরটি আত্মঘাতী হয়েছে।
jk/h
মন্তব্য