বিশেষ প্রতিনিধি
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ লেবার পার্টির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলা ১১.৩০ টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টির ১২ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে সভায় দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার উপস্থিত ছিলেন।
লেবার পার্টির প্রতিনিধি দলের সদস্যরা হলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, মোঃ আলাউদ্দিন আলী, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আব্দুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, গাজীপুর জেলা সভাপতি নাজমুল করির মোল্লা শামীম ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য