রবিবার, ২০ এপ্রিল ২০২৫
 

কাজিপুরে কণ্ঠশিল্পী কনকচাঁপার ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫

---

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, দেশবরেণ্য কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা কাজিপুর উপজেলার সাড়ে তিন হাজার দরিদ্র নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।

শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় কাজিপুর উপজেলার লক্ষীপুর গ্রামে সমাজসেবক কামরুল হাসান তরুর বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কনকচাঁপা বলেন, “আমরা ধনী-গরিব সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করতে চাই। সমাজের যারা দানশীল ও স্বচ্ছল ব্যক্তি আছেন, তাদের দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসা উচিত।”

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ধানের শীষের ভোট যেন না কমে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে।”

সোনামুখী ইউনিয়ন বিএনপির নেতা বাদশা মিয়ার সভাপতিত্বে আয়োজিত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ জাহিদ হাসান, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশরাফুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon