রবিবার, ২০ এপ্রিল ২০২৫
 

দ্রুত গতিতে বাড়ছে ডায়েরিয়ার রোগী, ভুগছে ইন্দুরকানী উপজেলাবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫

---

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার তিন দিকেই নদী। আর এই নদীতে লবনাক্ততার পরিমান বৃদ্ধি পেয়েছে। যে কারনে সুপেয় পানির সংকটে দিন দিন বাড়ছে ডায়েরিয়ার রোগীর সংখ্যা। এতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ডায়েরিয়ার রোগী। ভোগান্তির শিকার হচ্ছে ইন্দুরকানী উপজেলার লক্ষ মানুষ।

ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কার্যক্রম না থাকায় ও চিকিৎসক সংকটের কারণে যেতে হচ্ছে জেলা হাসপাতালে। কিন্তু পিরোজপুর জেলা হাসপাতালে মুমূর্ষু ডায়েরিয়ার রোগী ভর্তি হলে-ও, তিব্র রোগীদের ভিড় থাকায় মিলছেনা বেড। হাসপাতাল কতৃপক্ষ জানান, গত ৭২ ঘন্টায় ৩৩ জন। ২৪ ঘন্টায় ১৩ জন। বর্তমানে শিশু ও বৃদ্ধসহ ২২ জন ডায়েরিয়ার রোগী ভর্তি রয়েছে।

চন্ডিপুর গ্রামের ইটভাটা শ্রমিক মো: রবিউল ইসলাম বলেন, আমরা খালের পানি ফিল্টারে রেখে পান করি। বর্তমানে নদীর পানি লবনাক্ত হওয়ায় আমরা ৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছি। ২ জন এখানে ভর্তি রয়েছি এবং আরও ৩ জন বেশি অসুস্থ থাকায় তাদেরকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিপাড়া গ্রামের মোঃ মনোয়ার হোসেন (৫৫) বলেন, গাড়িতে বসে পাসে থাকা একলোক সিগারেটের ধোয়া আমার মুখের ওপর ছাড়লে আমি অসুস্থ হয়ে পড়েছি। এবং ডায়েরিয়ার সমস্যা হয়েছে। পার্শ্ববর্তী ঢেপসাবুনিয়া গ্রামের মোঃ জালাল (৬০) বলেন, হটাৎ মাথা ব্যাথা শুরু হলে স্থানীয় চিকিৎসক প্রেসার মেপে দেখেন ব্লাড প্রেসার বেড়ে গেছে। রান্না এবং গোসলের কাজে খালের পানি ব্যবহার করি। এতেও সমস্যা হতে পারে।

ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ননী গোপাল রায় বলেন, অত্র উপজেলায় ডায়রিয়ার প্রকোপ কিছুটা বেশি। আমাদের এখানে গত তিন দিনে প্রায় ৫০ জন ডায়েরিয়ার রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এই সময়ে নদীর পানিতে লবনাক্ত বেশি হওয়ার কারণে বিশুদ্ধ পানির সংকট থাকে। যে কারণে নদী এবং খালের পানি রান্নাসহ যাবতীয় কাজে ব্যবহার করে থাকে।

ডা: ননী গোপাল রায় সচেতনতা ও চিকিৎসার বিষয়ে আরও বলেন, বাসি খাবার খাওয়া যাবে না। খাবার ঢেকে রাখতে হবে। তাছাড়া আমাদের এখানে ডায়রিয়া রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও স্যালাইন রয়েছে। রোগীরা সেবা পাচ্ছে। যেসব রোগী ভর্তি হচ্ছে তাঁরা সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছে।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon