বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
 

বৃহত্তর বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫

 

 

---

জাকির হোসেন

বৃহত্তর বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ এ বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। বৃহত্তর বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের ৫১ কার্যনির্বাহী কমিটিতে (৫০০০) পাঁচ হাজার সদস্য বিশিষ্ট একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি রুপরেখার এক দারুন মাইল ফলক। এর অবস্থান গাজীপুর কোনাবাড়িতে , ২০১৬ ইংরেজি সালের প্রথম দিকে যার জাগরণের আবির্ভাব ঘটে। শুরু লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক সহযোগিতায় এগিয়ে আসতে দেখা যায়, লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অসহায় সকল দুস্ত দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানোই তাদের একমাত্র লক্ষণ,এমন কি গরিব দুঃখীর মৃত্যু ব্যক্তিকে পৌঁছানো সহ দাফন কাফনেও তারা দৃঢ় প্রত্যয়। কোবিড ১৯ মার্কস বিতারনেও ছিলেন বড় একত্ববাদ, হাজার হাজার মানুষের মাঝে মার্কস বিতরণী শুধু নয় হতদরিদ্রের পাশে গিয়েও দাঁড়িয়ে ছিলেন। এই অরাজনৈতিক সংগঠনটি গাজীপুরস্থ বৃহত্তর বরিশাল বাসির জন্য একটি চমৎকার মাইল ফলোক। এই সংগঠন ৫১ বিশিষ্ট কার্যকরী কমিটি, এই সংগঠনে প্রায় ৫০০০ সদস্যের পূর্ণাঙ্গ ঐক্য জুটি একটি সংগঠন, অসহায় লোক দের মাঝে সহায়তা দিয়ে থাকেন, এই সংগঠন গরিব দুঃখীদের শহয়েতা করেন, এই সংগঠন ২০১৬ সালে স্থাপিত হয় এই সংগঠনে করুনার সময় হাজার হাজার লোকের সহায়তা করেছেন,এই সংগঠন করুনা১৯ প্রথম মার্কস জনগণের মাঝে ধারাবাহিকভাবে বিলানো আরম্ভ করেছে,এই সংগঠন প্রথম আরাম্ব তিন জন খলনায়ক, ১, মোঃ জাফরুল হাসান রনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ২, মোঃ গিয়াস উদ্দিন প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ৩, মোঃ কবির হোসেন প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। এরপরে আস্তে আস্তে শুরু হয়, এই সংগঠনের কার্যক্রম ছড়িয়ে যায় অনেক লোকের আলিঙ্গনায়। এই সংগঠন পরিচালনা ও অনুদান করেন এই ৫১ বিশিষ্ট কমিটি, এই সংগঠনের প্রথম সভাপতি ছিলেন মোঃ মাইনুল ইসলাম টিপু সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন মোঃ জাফরুল হাসান রনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এই সংগঠনের বর্তমান সভাপতি মোঃ হুমায়ুন কবির বাদল, সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম রানা, সংগঠনিক হিসাবে আছেন মোঃ কবির হোসেন, এই সংগঠন নিঃস্বার্থে দীর্ঘদিন যাবত গরিব দুঃখী মানুষের পাশে থেকে আসছেন একান্ন বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon