বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
 

কোম্পানীগঞ্জে জালিয়ারপার স্কুল মাঠে বিএনপির ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫

---

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার (২৪ মার্চ) জালিয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখা।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ আজির উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার খাঁ, কোষাধ্যক্ষ সমুজ মিয়া, ওয়ার্ড বিএনপির সহসভাপতি জাহের মিয়া, সিরাজ মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলের শুরুতে বক্তারা মাহে রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করেন এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টির আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন কারী হাফেজ আল আমিন।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon